সারাদেশ ব্যাপি প্রচারের জন্য আপনার বিজ্ঞাপনের দিন

Header ADS
সংবাদ শিরোনাম=ভূরুঙ্গামারীতে গৃহবধু হত্যায় জড়িত ৪ জনকে আটক, ফিলিস্তিন, সিরিয়া, ইরাক ও আফগানের মতো শ্রীলঙ্কার হামলাও আমাদের আঘাত করেছে চরমোনাই পীর

মিরাজকে আইসিসির অভিনন্দন


বয়স মাত্র ১৮। এ বয়সেও যে টেস্টে বাঘা বাঘা ব্যাটসম্যানকে বশ মানানো যায়, তা প্রমাণ করলেন মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ড দলের তারকা ব্যাটসম্যানরা (কুক-বেয়ারস্টো-মঈন….) মিরাজের শিকার হয়ে মাথা নত করেই সাজঘরে ফিরছিলেন।
চট্টগ্রামে অভিষেক টেস্টেই যা করলেন, তার চেয়েও বেশি খুনে মেজাজে ছিলেন দ্বিতীয় টেস্টে। সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংস মিলে তুলে নিয়েছিলেন ৭ উইকেট। আর দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলে নিলেন ১২ উইকেট।
মিরাজের অসাধারণ পারফরম্যান্সে ইংলিশদের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচটিতে মুশফিক বাহিনী জিতেছে ১০৮ রানে। দুর্দান্ত বোলিংয়ের সুবাদে দ্বিতীয় টেস্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মিরাজ। আর দুই টেস্টেই সমান তালে আলো ছড়ানোয় সিরিজ সেরাও হয়েছেন তিনি।
অভিষেকে টেস্টেই তাক লাগিয়ে দেওয়া তরুণ ক্রিকেটার মিরাজকে অভিনন্দন জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(আইসিসি)।  রোববার সন্ধ্যায় অফিসিয়াল ফেসবুক পেজে এ অভিনন্দন-বার্তা জানায় ক্রিকেটের সর্ব্বোচ্চ সংস্থাটি।
মিরাজকে অভিনন্দন জানিয়ে আইসিসি তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘ম্যান অব দ্য ম্যাচ মেহেদী মিরাজ! তার ১২ উইকেটের সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতলো বাংলাদেশ। অভিষেক সিরিজেই সে অসাধারণ! ১৯ উইকেট নিয়ে ম্যান অব দ্য সিরিজও মিরাজ। ক্যারিয়ারের দুই টেস্টে এর আগে এমন সূচনা কেউ করতে পারেনি।’

No comments

Powered by Blogger.