আনুশকাকে নিয়ে বনবাদাড়ে ঘুরে বেড়াচ্ছেন কোহলি
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর ভারত অধিনায়ক বিরাট কোহলি বিশ্রাম পেয়েছিলেন নিউজিল্যান্ড সফরে। সেই সুযোগে স্ত্রী বলিউড তারকা আনুশকা শর্মাকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বনবাদাড়ে। স্ত্রীর সঙ্গে রোমান্স শেষে সোমবার ভারতে ফিরেছেন।
মঙ্গলবারই টুইটারে স্ত্রী আনুশকাকে নিয়ে ছবি পোস্ট করেছেন কোহলি। একটি ছবিতে দেখা যাচ্ছে, সবুজে ঢাকা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আনুশকার হাত ধরে হাঁটছেন কোহলি। যে ছবি টুইট করে ভারত অধিনায়ক লিখেছেন, ‘আমার তুমি।’
অন্য ছবিতে দেখা যাচ্ছে পাহাড় এবং জলে ঘেরা উপত্যকায় দাঁড়িয়ে রয়েছেন তারা। পেছনে তাদের বহনকারী হেলিকপ্টার।
No comments