সারাদেশ ব্যাপি প্রচারের জন্য আপনার বিজ্ঞাপনের দিন

Header ADS
সংবাদ শিরোনাম=ভূরুঙ্গামারীতে গৃহবধু হত্যায় জড়িত ৪ জনকে আটক, ফিলিস্তিন, সিরিয়া, ইরাক ও আফগানের মতো শ্রীলঙ্কার হামলাও আমাদের আঘাত করেছে চরমোনাই পীর

সোনাহাট স্থলবন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

দৈনিক উত্তরের খবর:- কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অবস্থিত সোনাহাট স্থলবন্দরে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে আমদানি ও রপ্তানিকারক সমিতি এবং সিএন্ডএফ এসোসিয়েশন। পাথর আমদানিতে ট্যাক্স বাড়ানোর প্রতিবাদে তারা এ ধর্মঘটের ডাক দেয়।
জানা গেছে, সোনাহাট স্থল বন্দর দিয়ে পাথর আমদানিতে প্রতি ৫ শত টন পাথরে পূর্বের তুলনায় প্রায় ৪০ হাজার টাকা ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে। গত ২৪ এপ্রিল থেকে এ ট্যাক্স কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে।
এ ব্যাপারে সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক সমিতির সভাপতি আবু তাহের ফারাজি জানান, ট্যাক্স বৃদ্ধি করায় আমদানিকারকদের কোনও লাভ না হওয়ায় তারা আমদানি বন্ধ রেখেছে।
সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল জানান, এনবিআর কর্তৃপক্ষ সোনা মসজিদের রেটে পাথর আমদানি করার নির্দেশ দিয়েছে। কিন্ত সোনা মসজিদ দিয়ে পাকুড়া পাথর আসে (কালো পাথর) অন্যদিকে সোনাহাট দিয়ে আসে রিভার বোল্ডার (সাদা পাথর)। বাজারে সাদা পাথরের তুলনায় কালো পাথরের চাহিদা এবং মূল্য দুটোই বেশি। বাজারের সাথে মূল্যের সামঞ্জস্য না হওয়ায় আমদানিকারকরা পাথর আমদানি বন্ধ ঘোষণা করেছে।
সোনাহাট স্থল বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা হাফিজুর রহমান শিকদার জানান, আমাদের স্বাভাবিক কার্যক্রম চলমান রয়েছে। তবে আমদানিকারক সমিতি গাড়ি ঢুকতে দিচ্ছে না। কী কারণে তারা পাথরের ট্রাক ঢুকতে দিচ্ছে না তা এখনও আমাদের অফিসিয়ালি জানায়নি।

No comments

Powered by Blogger.