সারাদেশ ব্যাপি প্রচারের জন্য আপনার বিজ্ঞাপনের দিন

Header ADS
সংবাদ শিরোনাম=ভূরুঙ্গামারীতে গৃহবধু হত্যায় জড়িত ৪ জনকে আটক, ফিলিস্তিন, সিরিয়া, ইরাক ও আফগানের মতো শ্রীলঙ্কার হামলাও আমাদের আঘাত করেছে চরমোনাই পীর

নাগেশ্বরীতে এমপি ও চেয়ারম্যানকে শিক্ষক সমিতির সংবর্ধনা

নাগেশ্বরীত ( কুড়িগ্রাম ) সংবাদদাতাঃ


দৈনিক উত্তরের খবরঃ- কুড়িগ্রামের নাগেশ্বরীতে এমপি, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা দেয়া হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতি, নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদাগর, নাগেশ্বরী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান ও ভাইস চেয়ারম্যান রুকনুজ্জামান শিমুকে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এসএম শাহ আলম সরকারের সভাপতিত্বে এবং আইডিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সঞ্চালণায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদাগর,বিশেষ অতিথি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামান, ভাইস চেয়ারম্যান রুকনুজ্জামান শিমু, জেলা পরিষদ সদস্য মো. আবদুল জলিল সরকার, লাভলী বেগম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কে.এম আনিছুর রহমান, মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. সোহরাব আলী, মহিলা বিষয়ক সম্পাদক লায়লা বেগম চামেলি, পূর্বসুখাতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম, নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম প্রমুখ। এ সময় উপজেলার সকল স্কুল এবং মাদরাসার প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে দক্ষিণ ব্যাপারীহাট স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ও উপজেলা শিক্ষক সমিতির ভভাপতি এসএম শাহ আলম সরকার, নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলামসহ কয়েকজন প্রধান ও সহকারী শিক্ষক সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদাগরের হাতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগদান করে।

No comments

Powered by Blogger.