সারাদেশ ব্যাপি প্রচারের জন্য আপনার বিজ্ঞাপনের দিন

Header ADS
সংবাদ শিরোনাম=ভূরুঙ্গামারীতে গৃহবধু হত্যায় জড়িত ৪ জনকে আটক, ফিলিস্তিন, সিরিয়া, ইরাক ও আফগানের মতো শ্রীলঙ্কার হামলাও আমাদের আঘাত করেছে চরমোনাই পীর

আয়ারল্যান্ড সফরেও দলের সঙ্গে য়াবেনা সাকিব আল- হাসান

দৈনিক উত্তরের খবরঃ- বিশ্বকাপ স্কোয়াডের ফটোসেশনে ছিলেন না। এবার আয়ারল্যান্ডের উদ্দেশে আজ রওনা হতে যাওয়া বাংলাদেশ দলের সঙ্গেও নেই সাকিব আল হাসান। তার জন্য ক্রয় করা এমিরেটসের বিজনেস ক্লাসের সিটটি ফাঁকাই থাকছে। আজ অন্য একটি এয়ারলাইনসে করে ডাবলিন যাবেন তিনি।
দলকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসে সাকিবপত্নী ও শিশুকন্যার জন্য আসন না থাকায় সাকিব একা যাচ্ছেন। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান, বাংলাদেশ দলের সবার সঙ্গে সাকিবের জন্যও টিকিট করা হয়েছিল। কিন্তু ও পরিবার নিয়ে যেতে চাচ্ছে বলেই আলাদা এয়ারলাইনস খুঁজতে হয়েছে।
বিসিবির প্রধান নির্বাহী আরও জানান, একটি পিএনআর দিয়ে সবার টিকিট করা হয়েছে। সে ক্ষেত্রে সাকিবের টিকিট বাতিল করতে হলে পিএনআর বাতিল করে নতুন করে টিকিট কাটতে হতো। তাতে সবার টিকিট একসঙ্গে না পাওয়ার ঝুঁকি ছিল। তাই ওর টিকিট আর বাতিল করা হয়নি।









সুত্রঃ বিডি প্রতিদিন

No comments

Powered by Blogger.