সারাদেশ ব্যাপি প্রচারের জন্য আপনার বিজ্ঞাপনের দিন

Header ADS
সংবাদ শিরোনাম=ভূরুঙ্গামারীতে গৃহবধু হত্যায় জড়িত ৪ জনকে আটক, ফিলিস্তিন, সিরিয়া, ইরাক ও আফগানের মতো শ্রীলঙ্কার হামলাও আমাদের আঘাত করেছে চরমোনাই পীর

দিনাজপুরে বেসরকারি শিক্ষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দিনাজপুর প্রতিনিধি


দৈনিক উত্তরের খবর:- বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট্রের জন্য ১০ শতাংশ কর্তনের আদেশের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর সদর উপজেলা শাখা। 
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর সদর উপজেলা পরিষদের সম্মুখ সড়কে শিক্ষক সমিতি দিনাজপুর সদর উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন পালন করা হয়। 
মাববন্ধন শেষে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরুজুল ইসলামের মাধ্যমে বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে। এর পূর্বে শিক্ষক সমিতির বিক্ষোভ মিছিল উপজেলা প্রশাসনের সড়ক প্রদক্ষিণ করে। 
দিনাজপুর সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল হামিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. মাতলুবুল মামুন, সহ-সভাপতি মো. ফজলুর রহমান। 
স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মাসউদ আলম। 
যুগ্ম সাধারণ সম্পাদক মো. লোকমান হাকিমের পরিচালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি মো. সামিনুর রহমান, কোষাধ্যক্ষ একেএম ফজলুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

No comments

Powered by Blogger.