ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম পাকা সড়কের পাশে মাটি ভরাট করনের দাবী
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম প্রতিনিধীঃ-
দৈনিক উত্তরের খবরঃ- ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম পাকা সড়কের (সওজ) দূরত্ব সাঁইত্রিশ কিলোমিটার। এ সড়কে বাস, ট্রাক, তেলের লরি, ডেকোস, নাইটকোস, ভটভটি, ট্রাকটর, ট্রলি, অটো, ব্যাটারিচালিত রিকশা, মোটরসাইকেল, বাইসাইকেল ও পথচারী চলাচল করে। এ ব্যস্ত সড়কে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে শুরু করে রায়গঞ্জ ব্রিজের উত্তর পর্যন্ত ঐ পাকা সড়কের দুপাশে কাঁচা মাটির অনেক জায়গা সমতল নয়। বড় বড় বাস ট্রাক ক্রস করার সময় সাইকেল, মোটরসাইকেল, রিকশা ও অটোরিকশার সাইড নিতে অনেক সমস্যা হচ্ছে। এভাবে চলতে থাকলে যখন তখন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পাকা সড়কের পাশে মাটি ভরাট করে পথচারীদের নির্বিঘ্নে চলাচল করতে দেওয়া মঙ্গলজনক হবে। তাই মাটি ভরাটের কাজ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে করার জন্য অনুরোধ করছি।
No comments