সারাদেশ ব্যাপি প্রচারের জন্য আপনার বিজ্ঞাপনের দিন

Header ADS
সংবাদ শিরোনাম=ভূরুঙ্গামারীতে গৃহবধু হত্যায় জড়িত ৪ জনকে আটক, ফিলিস্তিন, সিরিয়া, ইরাক ও আফগানের মতো শ্রীলঙ্কার হামলাও আমাদের আঘাত করেছে চরমোনাই পীর

উলিপুরে নির্যাতিত শিশু আশামনির পাশে জেলা প্রশাসক

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

পিতার হাতে নির্দয়ভাবে নির্যাতনের শিকার শিশু আশামনিকে নতুন জামা পড়িয়ে দিলেন জেলা প্রশাসক
 মোছাঃ সুলতানা পারভীন---দৈনিক উত্তরের খবর



দৈনিক উত্তরের খবরঃ- জন্মদাতা বাবার হাতে নির্দয় নির্যাতনের শিকার শিশু আশামনির খোঁজখবর নিতে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন। বুধবার দুপুরে তিনি সিভিল সার্জন ডা. এস.এম আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের, অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আহসান হাবিব নিলু, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, সাংবাদিক পরিমল মজুমদারকে সাথে নিয়ে আশামনির সার্বিক খোঁজখবর নেন এবং নগদ অর্থসহ উন্নত চিকিত্সার জন্য পরামর্শ দেন।শিশু নির্যাতনের ঘটনাটি বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি জেলা প্রশাসকের দৃষ্টি গোচর হয়। নির্যাতনের ঘটনায় বাবা আশরাফুল আলমের বিরুদ্ধে শিশুটির পালিত বাবা ইদ্রিস আলী শিশু আইনে থানায় মামলা দায়ের করলে তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, উলিপুর উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের মাদারটারি গ্রামের আশরাফুল আলম ও ফাতেমা বেগমের মেয়ে আশামনি (৪) কে প্রতিনিয়ত কারণে-অকারণে শারীরিক নির্যাতন করত। এরই একপর্যায়ে গত সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং পাষণ্ড বাবা-মাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ শিশুটির বাবাকে আটক করে।

No comments

Powered by Blogger.