ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলার মিলনমেলা
ঠাকুরগাঁও প্রতিনিধি:
প্রকাশ : ১৬ এপ্রিল, ২০১৯ ২০:০৫
দৈনিক উত্তরের খবরঃ- ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা ও হরিপুর উপজেলার সীমান্তে ২ বাংলার বাংলা ভাষাভাষীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
সীমান্তের তাঁরকাটার এপারে-ওপারে ১০ কিলোমিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত হয় মানুষের এ সমাবেশ। এজন্য সীমান্তে সোমবার সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে দুই দেশের হাজার হাজার মানুষ উপস্থিতি।
সোমবার রানীশংকৈল মোলানী গ্রেরাডাঙ্গী এবং হরিপুর উপজেলার হরিপুর কাড়িগাঁও বিওপি, কান্ধাল, মলানী, ডাবরী, বেতনা, বুজরুক সীমান্তে এবং ভারতের মালদখন্ড, বসতপুর, শ্রীপুর, নারগঁও, কাতারগঞ্জ ও বোররা সীমান্তে ৩৫৫, ৩৫৬, নং পিলার থেকে শুরু করে ৩৭২ নং পিলার এলাকায় সীমান্তের তাঁরকাটার এপার-ওপারে দুই দেশের লক্ষ মানুষের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়।
বাংলা নববর্ষ উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছরও দু-দেশে বসবাসরত স্বজনরা দীর্ঘদিন পর প্রিয়জনকে কাছে পায় এ দিনটিতে। দীর্ঘদিন পর প্রিয়জনকে কাছে পাওয়ায় আনন্দঅশ্রুতে ভেসে যায় অনেকের।
No comments