গাজীপুরের সেই বিতর্কিত ওসিকে প্রত্যাহার
গাজীপুর প্রতিনিধীঃ-
দৈনিক উত্তরের খবরঃ- গাজীপুর মহানগর পুলিশের গাছা থানার পরিদর্শক (অপারেশনস) মো. রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে নিরীহ মানুষজনকে ধরে থানায় এনে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া, ফুটপাত ও অটোরিকশায় চাঁদাবাজিসহ নানা অপকর্মের অভিযোগ ছিল। স্থানীয় লোকজনের কাছে তিনি ‘ডাকাত ওসি’ হিসেবে পরিচিত।
গাছা জোনের সহকারী কমিশনার মো. আশরাফ-উল-ইসলাম জানিয়েছেন, দুই মাদক কারবারিকে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়ার অভিযোগে পুলিশ কমিশনারের নির্দেশে মঙ্গলবার রাতে তাকে প্রত্যাহার করা হয়।
জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে গাছা এলাকা থেকে দুই মাদক কারবারিকে শতাধিক ইয়াবাসহ আটক করেন পরিদর্শক রফিকুল ইসলাম। গাড়িতে তুলে বিভিন্ন স্থানে ঘুরিয়ে সময়ক্ষেপণ করেন। থানায় না এনে রাত ১০টার দিকে ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আলমগীর হোসেনের মধ্যস্থতায় মোটা টাকা নিয়ে তাদের ছেড়ে দেন। ঘটনাটি জানাজানি হলে প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেনের নির্দেশে তাকে প্রত্যাহার করা হয়।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসলাইল হোসেন জানান, মাদক উদ্ধার অভিযান এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার ও ছেড়ে দেওয়ার প্রসঙ্গে পরিদর্শক রফিকুল ইসলাম তাকে কিছুই জানায়নি। এলাকাবাসী ঘটনাটি পুলিশ কমিশনারকে জানায়। তিনি ঘটনাটি তদন্ত করে দেখতে গাছা জোনের সহকারী কমিশনারকে নির্দেশ দেন।
গাছা জোনের সহকারী কমিশনার আশরাফ-উল-ইসলাম বলেন, পুলিশ কমিশনারের নির্দেশে তিনি ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে পুলিশ কমিশনারকে জানান। ওই প্রেক্ষিতে পুলিশ কমিশনার রাতেই তাকে প্রত্যাহার করেন। রফিকের বিরুদ্ধে এ ধরনের বহু অভিযোগ রয়েছে।
No comments