সারাদেশ ব্যাপি প্রচারের জন্য আপনার বিজ্ঞাপনের দিন

Header ADS
সংবাদ শিরোনাম=ভূরুঙ্গামারীতে গৃহবধু হত্যায় জড়িত ৪ জনকে আটক, ফিলিস্তিন, সিরিয়া, ইরাক ও আফগানের মতো শ্রীলঙ্কার হামলাও আমাদের আঘাত করেছে চরমোনাই পীর

ফিলিস্তিন, সিরিয়া, ইরাক ও আফগানের মতো শ্রীলঙ্কার হামলাও আমাদের আঘাত করেছে : চরমোনাই পীর



দৈনিক উত্তরের খবরঃ- শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ কয়েকটি শহরের একাধিক গির্জা ও আবাসিক হোটেল, মুসলিমদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও মসজিদেও হামলায় তিন শতাধিক মানুষ নিহত ও ৬০০ জন আহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
 (২৪ এপ্রিল) এক বিবৃতিতে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
হামলাকারীদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবী জানিয়ে তিনি বলেন, ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, আফগান, নিউজিল্যান্ডের মতো এ হামলা ও মৃত্যু আমাদের আঘাত করেছে।
তিনি বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম, মানবতার ধর্ম। এমন জঘন্য সন্ত্রাসী হামলার সাথে কোন মুসলমান জড়িত থাকতে পারে না। যারা মুসলিম পরিচয় দিয়ে এ হামলা করেছে, বা মুসলিম সম্প্রদায়ের ওপর চাপানোর চেষ্টা করছে, তারা ইসলাম ও মানবতার দুশমন। এ ধরনের বর্বর ও সন্ত্রাসী হামলা বন্ধ করতে ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে শান্তিকামী বিশ্ব সম্প্রদায় সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এই বর্বর সন্ত্রাসী হামলায় বিদেশি নাগরকিসহ দেশটির সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করছি। গভীর সমবেদনা জানাচ্ছি নিহতদের শোকাহত পরিবার পরিজনের প্রতি। শ্রীলঙ্কার সরকার এবং সে দেশের নাগরিকদের প্রতি সহানুভূতি, সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি। আহতদের আশু সুস্থতা কামনা করছি।
চরমোনাই পীর আরো বলেন, শ্রীলংকায় এ হামলার দায় মুসলমানদের ওপর ঢালাওভাবে চাপানোর চেষ্টা না করে দোষীদের খুঁজে বের করার চেষ্টা করলে বিশ্ববাসী খুশি হবে এবং ঘটনার আসল রহস্য বের হয়ে আসবে।

No comments

Powered by Blogger.