বিএনপি নেতা শাহীন হত্যার প্রতিবাদে বগুড়ায় শোক র্যালী
বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৯, ১২:১২ পিএম
দৈনিক উত্তরের খবরঃ- বিএনপি নেতা, আইনজীবী ও পরিবহন ব্যবসায়ী এ্যাডভোকেট মাহাবুব আলম শাহীন হত্যাকান্ডের প্রতিবাদে বগুড়ায় শোক র্যালী করেছে বগুড়া বিএনপি। পুর্বঘোষিত কর্মসুচি অনুযায়ি মঙ্গলবার বেলা ১১ টায় বগুড়া জেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হয় । সাড়ে ১১টায় জেলা বিএনপি সভাপতি ভিপি সাইফুল ইসলাম , সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান সহ সিনিয়র নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনা, এম আর ইসলাম স্বাধীন, সিপার আল বখতিয়ার প্রমুখের নেতৃত্বে শোক র্যালী শুরু হয় ।
র্যালীটি শহরের প্রধাণ সড়ক প্রদক্ষিণ করে।
No comments