সারাদেশ ব্যাপি প্রচারের জন্য আপনার বিজ্ঞাপনের দিন

Header ADS
সংবাদ শিরোনাম=ভূরুঙ্গামারীতে গৃহবধু হত্যায় জড়িত ৪ জনকে আটক, ফিলিস্তিন, সিরিয়া, ইরাক ও আফগানের মতো শ্রীলঙ্কার হামলাও আমাদের আঘাত করেছে চরমোনাই পীর

রাজারহাটে নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যানের অভিষেক অনুষ্ঠিত হয়েছে


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ১১এপ্রিল বৃহস্পতিবার উপজেলা অফিসার্স ক্লাবে অভিষেক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দ্দী বাপ্পি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব চাষি আব্দুস ছালাম, থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-নব-নর্বাচিত ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম, উপজেলা প্রকৌশলী কাজী মো. রেজাউল হাফিজ, প্রাক্তন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আসিফ ইকবাল সোহরাওয়ার্দ্দী রাজন, মীর ইসমাইল হোসেন সরকারি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব সফিকুল ইসলাম রানা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ,
যুবলীগের আহবায়ক কুমোদ রঞ্জন সরকার, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সুমন কুমার রায়, প্রেসক্লাবের সভাপতি এসএ বাবলু, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমুখ। নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান সম্মাননা স্মারক ও প্রেসক্লাব রাজারহাট এর পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। অভিষেক অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-রাজনীতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, ইউপি চেয়ারম্যান ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.