সিংড়ায় যাত্রার নামে অশ্লীল নাচ, প্যান্ডেল ভাঙলেন ওসি
সিংড়া (নাটোর) সংবাদদাতা
নাটোরের সিংড়ায় যাত্রার নামে অশ্লীল নাচ প্রর্দশন করায় প্যান্ডেল ভেঙে দিয়েছেন থানার ওসি মনিরুল ইসলাম। বৃহস্পতিবার গভীর রাতে হাতিয়ান্দহ ইউনিয়নের চকলাড়ুয়া মেলায় অভিযান চালিয়ে প্যান্ডেল ভেঙে দিন তিনি।
দৈনিক উত্তরের খবরঃ- পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় প্রভাবশালীরা চকলাড়ুয়া ঘোড়া দৌড় মেলাকে কেন্দ্র করে যাত্রার আয়োজন করে।যাত্রায় অশ্লীল নাচ প্রর্দশনের খবর পেয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ও ওসি (তদন্ত) নেয়ামুল আলমের নেতৃত্বে একদল পুলিশ যাত্রা বন্ধ করে দেয় এবং যাত্রা প্যান্ডেলের চেয়ার, মাইক, টিনসহ অন্যান্য মালামাল জব্দ করে থানায় নিয়ে আসেন।
ওসি মনিরুল ইসলাম বলেন, সিংড়া উপজেলাকে মাদকমুক্ত করতে কাজ করছি। পাশাপাশি মেলাকে কেন্দ্র করে কোন প্রকার জুয়া, হাউজি, যাত্রা, অশ্লীল নাচ ও সার্কাস চলতে দেয়া হবে না। সকল প্রকার অন্যায়কে কঠোর হস্তে দমন করা হবে।
No comments