সারাদেশ ব্যাপি প্রচারের জন্য আপনার বিজ্ঞাপনের দিন

Header ADS
সংবাদ শিরোনাম=ভূরুঙ্গামারীতে গৃহবধু হত্যায় জড়িত ৪ জনকে আটক, ফিলিস্তিন, সিরিয়া, ইরাক ও আফগানের মতো শ্রীলঙ্কার হামলাও আমাদের আঘাত করেছে চরমোনাই পীর

ভূরুঙ্গামারী সেটেলমেন্ট অফিসের ত্রিশ ধারা আপত্তি কার্যক্রম ৫ মাস যাবৎ বন্ধ

কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী উপজেলা) প্রতিনিধী



দৈনিক উত্তরের খবরঃ- ভূরুঙ্গামারীতে সেটেলমেন্ট অফিসের ভূমি রেকর্ডের ত্রিশ ধারায় আপত্তি কেসের শুনানী কার্যক্রম গত ৫ মাস যাবৎ স্থগিত রয়েছে। উক্ত অফিসের আপত্তি বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীদের একযোগে ডেপুটেশন দিয়ে অন্য কর্মস্থলে পাঠানোর ফলে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ডেপুটেশনের মেয়াদ কবে নাগাদ শেষ হবে, এ বিষয়ে কোন সুস্পষ্ট নির্দেশনা না থাকায়, সেবা প্রত্যাশী সাধারণ মানুষের মাঝে হতাশা বিরাজ করছে।
জানা যায়, রংপুরের গঙ্গাচরা উপজেলায় ভূমির ডিজিটাল সার্ভে ও নকশা তৈরীর জরুরী কাজে গত ডিসেম্বর মাসে রংপুর জোনের অন্তর্ভুক্ত ৩৫ টি উপজেলা থেকে জনবল পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। তারই ধারাবাহিকতায়, ভূরুঙ্গামারী উপজেলা সেটেলমেন্ট অফিস থেকে ত্রিশ ধারার আপত্তি কেসের চলমান শুনানী কার্যক্রম স্থগিত করে আপত্তি অফিসার, আতাউর রহমান, একরামুল হক ও খলিলুর রহমান সহ মোট আট জন কর্মকর্তা ও কর্মচারীকে গঙ্গাচরা উপজেলায় ডেপুটেশনে পাঠানো হয়। স্বল্প সময়ের মধ্যে ডেপুটেশন প্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদেরকে নিজ কর্মস্থলে ফিরিয়ে আনার কথা থাকলেও দীর্ঘ ৫ মাস অতিক্রান্ত হয়ে গেলেও আজ পর্যন্ত তারা কর্মস্থলে ফিরেননি। ফলে, লোকবলের অভাবে উপজেলা সেটেলমেন্ট অফিসের ত্রিশ ধারার আপত্তি সংশোধনের অফিস কক্ষগুলো তালাবদ্ধ রয়েছে। সোনাহাট ডিগ্রী কলেজের প্রভাষক আজিজুল হক বলেন, তার আপত্তি কেসের নিস্পত্তি গত ডিসেম্বর মাসেই শেষ হওয়ার কথা ছিল। অফিসের তালা কবে খোলা হবে, কেউ তা জানে না। উপজেলার একটি গুরুত্বপূর্ণ সেক্টরকে দীর্ঘদিন যাবৎ নিস্ক্রীয় রেখে ডেপুটেশন কার্যকর রাখা কখনও ন্যায়সঙ্গত সিদ্ধান্ত হতে পারে না। বাগভান্ডার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিনাত রেহানা ক্ষোভ প্রকাশ করে বলেন, আপত্তি কেসের নিস্পত্তি না হওয়ায় তার হাউজ বিল্ডিং লোন ও নতুন বাড়ির নকশা আটকে আছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার আতাউর রহমানের নিকট জানতে চাইলে, তিনি বলেন, সরকারের জরুরী কাজে তাদের ডেপুটেশনে বাইরে পাঠানো হয়েছে। তারা ফিরে আসলে অফিসের কার্যক্রম পুনরায় চালু করা হবে। ভূক্তভোগী জনসাধারণ উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ডেপুটেশন প্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের অতিদ্রুত তাদের কর্মস্থলে ফিরিয়ে এনে অফিসের কার্যক্রম চালু করতে জোর দাবী জানিয়েছেন।

No comments

Powered by Blogger.