ওয়ায়েজদের ওপর করারোপ করে সরকার ইসলামকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে : চরমোনাই পীর
ডেস্ক রিপোর্ট
দৈনিক উত্তরের খবরঃ- ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশ ক্রমেই ভয়াবহ অবস্থার দিকে ধাবিত হচ্ছে। ইসলাম, দেশ ও মানবতা আজ কঠিন সময় অতিক্রম করছে। ৯২ ভাগ মুসলমানের দেশে ঈমান ও ইসলাম নিয়ে বসবাস কঠিন হয়ে পড়ছে। ওয়ায়েজীনদের ওপর করারোপ করে ইসলাম নিয়ন্ত্র্রণের চেষ্টা করছে সরকার।
পহেলা বৈশাখকে কেন্দ্র করে শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা বের করা ও বাধ্যতামূলক করা গভীর ষড়যন্ত্র উল্লেখ করে তিনি বলেন, পহেলা বৈশাখের নামে অশ্লীলতা ও বিজাতীয় সংষ্কৃতির বিরুদ্ধে ওয়াজ করায় একজন খতীবের চাকুরীচ্যুত বিরানব্বই ভাগ মুসলমানের দেশে বেদনাদায়ক ও দুর্ভাগ্যজনক। ইসলামের ওপর বারবার আঘাত করা হলে এদেশের ইসলামপ্রিয় ঈমান মুসলমানরা সহ্য করবে না। পহেলা বৈশাখের সংস্কৃতি ইসলামের সাথে সাংঘর্ষিক। ওটা হিন্দু সম্প্রদায়ের সংষ্কৃতি হতে পারে, মুসলমানের কোন সংস্কৃতি নয়। কাজেই মুসলমানরা ইসলামী সংস্কৃতি চর্চা করবে এবং অনৈসলামী কার্যকলাপের বিরুদ্ধে কথা বলবে, এটাই স্বাভাবিক।
আজ বুধবার বেলা ৩টায় খুলনার স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর যুব কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা সভাপতি মুহাম্মদ ঈসমাইল হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ডা. মুখতার হোসেন ও যুব আন্দোলনের সংগঠনের কেন্দ্রীয় নেতা মাওলান জহিরুল ইসলাম।
বক্তব্য রাখেন জেলা আন্দোলনের সভাপতি মাওলানা মুজাম্মিল হোসাইন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মুফতী আমানুল্লাহ, মাওলানা দ্বীন ইসলাম প্রমুখ। সম্মেলন পরিচালনা করেন মোঃ ইমরান হোসেন মিয়া। সম্মেলনে জেলা ও থানা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
চরমোনাই পীর বলেন, সমাজের প্রাণশক্তি যুবকদেরকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি থেকে মুক্ত করতে হবে। যুব সমাজই হল দেশ গড়ার প্রধান হাতিয়ার। অথচ সঠিক পরিকল্পনার অভাবে আমাদের দেশের কিছু যুবকরা আজ খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক, চোরাচালানসহ সকল ধরণের অপকর্মে লিপ্ত। এই যুব সমাজের আদর্শিক উন্নয়ন ঘটাতে পারলে আমাদের সমাজের পুরো চিত্র পাল্টে যেত।
No comments