সারাদেশ ব্যাপি প্রচারের জন্য আপনার বিজ্ঞাপনের দিন

Header ADS
সংবাদ শিরোনাম=ভূরুঙ্গামারীতে গৃহবধু হত্যায় জড়িত ৪ জনকে আটক, ফিলিস্তিন, সিরিয়া, ইরাক ও আফগানের মতো শ্রীলঙ্কার হামলাও আমাদের আঘাত করেছে চরমোনাই পীর

প্রেমে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে ছুরি মেরে হত্যা

গাজীপুর প্রতিনিধি:
|  ১৭ এপ্রিল ২০১৯, ২০:৩৬ | আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২১:০৫

                                                                 নিহত কলেজছাত্রী শারমিন আক্তার লিজা

দৈনিক উত্তরের খবর:- গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় শারমিন আক্তার লিজা নামে এক কলেজছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক বখাটে যুবক।
বুধবার দুপুরে কলেজের পরীক্ষা (প্রথম বর্ষ ফাইনাল) শেষে বাড়িতে ফেরার পথে কোনাবাড়ী কাঁচা বাজারের ভেতরে এ  হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা আহত অবস্থায় ওই কলেজ  ছাত্রীকে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  
নিহত লিজা কোনাবাড়ী আমবাগ ঈদগা মাঠ এলাকার মো. শফিকের মেয়ে এবং কোনাবাড়ী ক্যামব্রিজ কলেজের মানবিক শাখার প্রথম বর্ষের ছাত্রী। 
ছরিকাঘাতকারী বখাটে মোস্তাকিন রহমান রাজু কোনাবাড়ী আমবাগ মুছিপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। রাজু কোনাবাড়ী লিংকন মিলিনিয়ন কলেজের প্রথম বর্ষের ছাত্র।  
নিহতের ভাই সুজন আহমেদ বলেন, ‘লিজা আমাদের একমাত্র বোন। কলেজে যাওয়া আসার পথে প্রায়ই ওকে উত্ত্যক্ত করতো ছেলেটা। বিষয়টি কলেজের স্যারদেরও জানানো হয়েছিল। কিন্তু কি লাভ হলো ওরে তো মেরেই ফেললো।’ 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, লিজা কলেজের পরীক্ষা শেষে বাসায় যাচ্ছিল। কোনাবাড়ী কাঁচা বাজারের এলাকায় হঠাৎ পথরোধ করে পূর্বে দেয়া প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান কেন করেছে জানতে চেয়ে লিজাকে ছুড়ি মারতে শুরু করে। একপর্যায় ছুরির আঘাতে লিজা মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় রাজুকে স্থানীয়রা ধরে কোনাবাড়ী থানা পুলিশকে খবর দেয়। পরে বিক্ষুব্ধ জনতার হাত থেকে পুলিশ ওই ঘাতককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। 
কোনাবাড়ী থানার (ওসি তদন্ত) কলিন্দ্রনাথ গোলদার জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

No comments

Powered by Blogger.