ফুলবাড়ীতে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত
দৈনিক উত্তরের খবর:- কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি ও বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠি হয়েছে। আজ সোমবার সকাল ১১টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি এর আওতাধীন বালারহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত মেইন পিলার নং ৯৩৪ এমপি হতে ৯৩৪ এর ১১-এস বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ে স্পট ভিজিট অনুষ্ঠিত হয়। উক্ত স্পট ভিজিটে বিজিবির পক্ষে ছয় সদস্য দলের নেতৃত্ব দেন লেঃ কর্ণেল মোঃ আনোয়ার-উল-আলম, বিজিবিএম, পিবিজিএম, অধিনায়ক, লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি অপরদিকে বিএসএফ এর পক্ষে ছয় সদস্য দলের নেতৃত্ব দেন ৩৮ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট রাজোয়াত শিং ঠাকুর। উক্ত পরিদর্শনে বিএসএফ এর পক্ষ হতে পয়েন্ট উপস্থাপন করা হয় যে, সীমান্তে বিদ্যমান এক সারি বিশিষ্ট তাঁরকাটার বেড়া পুরাতন বিধায় দুস্কৃতিকারী চোরাকারবারীগণ সহজেই চোরাচালানী মালামাল বহন করতে পারে যা মেরামত করা একান্ত প্রয়োজন। যা বর্তমানে জরাজীর্ণ অবস্থায় আছে বিধায় চোরাচালান প্রতিরোধে উর্দ্ধতন দপ্তরের অনুমতি সাপেক্ষে কাজটি সম্পন্ন করা যেতে পারে। তিনি আরো বলেন, সীমান্ত এলাকায় কোন বাংলাদেশী নাগরিক ভুলবশত ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে তাদের উপর গুলি বর্ষণ না করে আটক করে যাতে বিজিবির নিকট হস্তান্তর করা হয়, সীমান্তের যে কোন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধা করা এবং সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখা। বাংলাদেশী চোরাকারবারীরা যাতে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ না করে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য বিএসএফ কমান্ড্যান্ট লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি অধিনায়ককে অনুরোধ জানায়। উপরোক্ত আলোচনায় উভয় দেশের অধিনায়ক ও কমান্ড একমত পোষণ করেন। পরিশেষে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভাবে বিষয়োক্ত পরিদর্শন ও আলোচনা শেষ হয়।
No comments