ভূরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন
ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
দৈনিক উত্তরের খবর:- সারাদেশের ন্যায় স্বাস্থ্য সেবা অধিকার,শেখ হাসিনার অঙ্গীকার এই শ্লোগানকে সামনে রেখে ভূরুঙ্গামারীতে স্বাস্থ্য জাতীয় সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস,এইচ,এম মাগফুরুল হাসান আব্বাসী,ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা বেগম মীরা প্রমুখ । তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন এবং চিকিৎসা সেবা নিতে আসা রোগীদেরকে সঠিকভাবে সেবা প্রদানের পরামর্শ দেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আবু সাজ্জাদ মোঃ সায়েম জানান, ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত জাতীয় স¦াস্থ্য সেবা সপ্তাহ চলবে। তবে তারা সারা বছরই আন্তরিকতার সাথে রোগীদের উন্নত সেবা দিয়ে আসছেন। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক,নার্স ও কর্মকর্তা,কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
No comments