কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
দৈনিক উত্তরের খবর:- নানা আয়োজনে কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী লিগ্যাল এইড মেলা, ডকুড্রামা প্রদর্শন, সেচ্ছায় রক্তদান কর্মসূচি, সেরা প্যানেল আইনজীবী সম্মননা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয়।
রোববার সকালে কুড়িগ্রাম জেলা জজকোর্ট অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে কোর্ট চত্বরে জেলা ও দায়রা জজ মুনসী রফিউল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, পুলিশ সুপার মেহেদুল করিম, সিভিল সার্জন ডা: এস.এম আমিনুল ইসলাম প্রমুখ।
রোববার সকালে কুড়িগ্রাম জেলা জজকোর্ট অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে কোর্ট চত্বরে জেলা ও দায়রা জজ মুনসী রফিউল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, পুলিশ সুপার মেহেদুল করিম, সিভিল সার্জন ডা: এস.এম আমিনুল ইসলাম প্রমুখ।
No comments